ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ভিয়েতনামে টাইফুন ইয়াগিতে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ১২ সেপ্টেম্বর ২০২৪

উত্তর ভিয়েতনামে তাইফুন ইয়াগির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে। 

বৃহস্পতিবার দেশটির সরকার একথা জানায়। খবর এএফপি'র।

কৃষি মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ কর্মকর্তারা এক দাপ্তরিক রিপোর্টে বলেছেন, এতে প্রায় ১২৮ জন এখনও নিখোঁজ রয়েছেন এবং আড়াই লাখ হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে। 

আবহাওয়াবিদদের মতে, ইয়াগি ৩০ বছরের মধ্যে উত্তর ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী তাইফুন।

শনিবার ঘণ্টায় ১৪৯ কিলোমিটার (৯২ মাইল)র বেশি গতিবেগে আঘাত হানার পর টাইফুনটি অনেক সেতু ভেঙে দিয়েছে, ভবনের ছাদে ফাটল ধরিয়েছে এবং বহু কল-কারখানা ক্ষতিগ্রস্ত করেছে।

এর ফলে দেশের উত্তরাঞ্চল মারাত্মক বন্যার কবলে পড়েছে, বেশ কয়েকটি জনপদ আংশিকভাবে পানির নিচে রয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে সরে যেতে বাধ্য হয়েছে। অনেকে  বিদ্যুৎ বিচ্ছিন্নতার সাথে লড়াই করছে। 

হ্যানয়ের উপকণ্ঠে একটি এলাকায় ১৫ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা জানান, কৃষকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ১৫ লাখ হাঁস-মুরগির পাশাপাশি ২৫০০ শূকর, মহিষ ও গরু মারা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি