ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

ভি১৫ স্মার্টফোন নিয়ে এলো ভিভো

প্রকাশিত : ২০:৫১, ২১ মার্চ ২০১৯ | আপডেট: ২৩:৪৭, ২২ মার্চ ২০১৯

চীনা কোম্পানি ভিভো বাংলাদেশের বাজারে নতুন ফোন নিয়ে এসেছে। বুধবার সন্ধ্যায় রাজধানীতে রেডিসন ব্লু ঢাকা হোটেলে এক অনুষ্ঠানে নতুন মোবাইল ফোন বাজারে আনার ঘোষণা দেয় ভিভো বাংলাদেশ।

গত মাসে ভিভো ভি১৫ প্রো’র পর নতুন সংস্করণ ভি১৫ এনেছে ব্রান্ডটি। ইতোমধ্যে ফোনটির প্রি বুকিং শুরু হয়েছে। চলবে ২৬ মার্চ পর্যন্ত। অনুষ্ঠানে জানানো হয়, ভি১৫ ফোনটিতে রয়েছে ৬ জিবি র‌্যাম, ৩২ মেগাপিক্সেলের (এমপি) পপআপ সেলফি ক্যামেরা, দ্রুত রিচার্জযোগ্য ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। গ্রাহকরা ২৯ হাজার ৯৯০ টাকায় মোবাইলটি কিনতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. ডিউক, অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, ব্যান্ড সংগীতশিল্পী জন কবির, শামীম হাসান সরকার এবং ভিভো বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা। ভিভো বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, উদ্ভাবনই আমাদের শক্তি। সব স্তরের গ্রাহকের হাতে অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ হ্যান্ডসেট পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি পূরণে ভি১৫ এক অনন্য উদাহরণ।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি