ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ নাসির উদ্দীনের
প্রকাশিত : ২০:০২, ২৩ মার্চ ২০২৫ | আপডেট: ২০:০৬, ২৩ মার্চ ২০২৫

ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত-সারজিসসহ দলের শীর্ষ নেতাদের মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছে, সে বিষয়ে দ্রুতই জাতীয় নাগরিক পার্টি দলীয় অবস্থান জানাবে।
রোববার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে দলটির শ্রমিক শাখা গঠনের লক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দীন পাটোয়ারী।
রিফাইন্ড হোক, কিংবা অন্য যেকোনোভাবেই হোক না কেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন তিনি।
দলের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ফেসবুক পোস্ট নিয়ে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, এনসিপি নেতাদের মধ্যে কোনো দূরত্ব কিংবা বোঝাপড়ার জায়গায় কোনো ঘাটতি নেই। তবে একটি বড় অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আন্দোলন ও রাজনৈতিক জায়গা—দুটোই আলাদা। সেই জায়গা থেকে এই গণ-অভ্যুত্থানের ছাত্ররা নিজেদের রাজনৈতিক জায়গায় রূপান্তর করছেন।
তিনি আরো বলেন, সেখান থেকে যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। ফেসবুকে যেসব মন্তব্য পড়েছে, সেগুলো মূল্যায়ন করে আমরা দেখেছি, আমাদের ওপর মানুষের প্রত্যাশা অনেক উঁচু। সে ক্ষেত্র থেকে তারা আমাদের পরামর্শ দিয়ে থাকেন। আমরা সেই পরামর্শ নিই।
এসএস//
আরও পড়ুন