ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভুলে যাওয়া সমস্যা দূর করুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

চলার পথে ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আমরা প্রতিদিনই কোন না কোন একটি কাজ ভুলে যাই। কেউ কেউ আবার অনেক কাজের মধ্যে দুই একটি ভুলে যায়। এ সমস্যা মানুষের সাধারণ প্রকৃতি। তবে কিছু উপায় অবলম্বন করলে এসব ভুল আর হবে না। সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে খুব সহজে। যা আপনার গুরুত্বপূর্ণ কাজটি মনে রাখতে সহায়তা করবে।

তাহলে আসুন জেনে নি কি কি করতে হবে-

দৈনিক কাজের নোট তৈরি করুন :

অভ্যাস গরে তুলুন প্রতিদিন নোট তৈরির। আজ কি করবেন, কাল, পরশু এমনকি কয়েকদিন পর কি করবেন সে বিষয়গুলো যখনই মনে পরবে তখনি নোটবুকে লিখে রাখুন। তাহলে যখন সেই দিন আসবে তখন নোটবুক খুললেই বুঝতে পারবেন আপনার কি কি কাজ করতে হবে। এখন আধুনিক যুগ। প্রযুক্তির ব্যবহার প্রত্যেকের কাজের অংশ হয়ে গেছে। বর্তমানে প্রায় সবাই স্মার্ট ফোন ব্যবহার করেন। তাই এই বিষয়গুলো স্মার্ট ফোনেও টুকে রাখতে পারেন।

সহজ কাজগুলো আগে করুন :

অনেক সময় একদিনে অনেকগুলো কাজ থাকায় ঝামেলায় পরে যান। তাই এই ঝামেলার সমাধান করতে সহজ কাজগুলো আগে করে নিন। তাহলে কাজ অনেকগুলো কমে যাবে, ফলে ভুলে যাওয়ার সম্ভবনা থাকবে না।

অগ্রিম চিন্তা করুন :

অনেক সময় দেখা যায় আমাদেরকে কোন একটি প্রয়োজনে কোথাও যেতে হয়েছে। হয়ত এমন কোন কাজ রয়েছে যা করতে কিছুদিনের মধ্যেই আবার সেখানে আসতে হতে পারে। তাই সেখানে যাওয়ার আগে একটু অগ্রিম চিন্তা করুন। এর ফলে আপনি বেশ কিছু সুবিধা পাবেন। যেমন :

- একদিনেই আপনি আগামীদিনের বেশ কিছু কাজ সমাধান করতে পারবেন।

- আপনাকে আগামীদিন আবার সময় নস্ট করে সেখানে আসতে হবে না।

- সময়ের সঙ্গে খরচটাও বেঁচে যাবে।

- পরবর্তী দিনের সেই কাজটি ভুলে যাওয়ার সম্ভবনা থাকবে না।

স্থান ও সময় অনুযায়ী কাজ শ্রেনীবিন্যাস করুন :

সব কাজ একসঙ্গে করতে গেলে আপনার ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তাই কাজের ধরণ এবং সম্পাদনের স্থান অনুযায়ী কাজ শ্রেনীবিন্যাস করে নিন। তাহলে নির্দিষ্ট সময়ে সকল কাজ করতে পারবেন। ’

প্রযুক্তির ব্যবহার :

সময় মত বিল দিতে ভুলে গেলে আপনাকে বাড়তি জরিমানার টাকা গুনতে হবে। অনেক সময় বাসায় থাকতে বিল দেওয়ার কথা মনে পড়লেও বিভিন্ন কাজের চাপে আমরা অনেকেই সময় মত বিল দিতে ভুলে যাই। এক্ষেত্রে আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারি। এর ফলে যখন যেখান থেকেই বিল দেওয়ার কথা মনে পরবে তখনি আপনি আপনার স্মার্টফোন ব্যবহার করে সেই বিলের টাকা পরিশোধ করতে পারবেন।

অন্যদের উপর কাজ বন্ঠন করে দিন :

বেশি কাজ হলে ভুলে যাওয়া স্বভাবিক। তাই বাসায় বা অফিসে আপনার কিছু কাজ অন্যদের উপর বন্ঠন করে দিতে পারেন। এতে আপনার উপর কাজের চাপ কমে আসবে এবং ভুলে যাওয়া থেকে রক্ষা পাবেন।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি