ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ভূত তাড়ানোর নামে ধর্ষণ, ওঝা গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ১ জানুয়ারি ২০২৩

ভারতের উত্তরপ্রদেশে ভূত তাড়ানোর নাম করে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওঝার বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ভাকিল রাজ শেখ নামের ওই ওঝাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর তাদের কাছে অভিযোগ করেন ধর্ষণের শিকার ওই নারী।

নারীর অভিযোগ, ভূত তাড়ানোর কথা বলে তাকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন ওঝা ভাকিল রাজ। কিন্তু একা পেয়ে সেখানে তাকে ধর্ষণ করেন তিনি।

স্থানীয় এসপি যশবীর সিংহ জানান, নারীর অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর থেকেই ভাকিল রাজের সন্ধান চলছিল। কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে শনিবার গোপন সূত্রে খবর পেয়ে একটি হোটেলে হানা দেয় পুলিশ। সেখান থেকে গ্রেফতার হন অভিযুক্ত।

সূত্র : এনডিটিভি
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি