ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিহত ৩০, জীবিত উদ্ধার ৭৭

প্রকাশিত : ১৮:০০, ২৭ মে ২০১৬ | আপডেট: ১৮:০৩, ২৭ মে ২০১৬

একদিনের ব্যবধানে আবারো ভূমধ্যসাগরে অভিবাসীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৭ জনকে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। এর আগে বুধবার ট্রলার ডুবিতে ৫ জনের মৃত্যু হয়। ভাসমান অবস্থায় ৫শ’ ৬২ জনকে উদ্ধার করে ইতালির নৌবাহিনী। ইউরোপিয় ইউনিয়ন ও তুরস্কের চুক্তির পর অভিবাসন প্রত্যাশীরা এখন ভূমধ্যসাগরের লিবিয়া ও ইতালির রুট ব্যবহার করছে। গেলো এক সপ্তাহে ভূমধ্যসাগর থেকে ৬ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩৯ হাজার অভিবাসীকে। আর মারা গেছে এক হাজার ৩শ’ ৮০ জন। নিখোঁজের তালিকায় হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি