ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভূমধ্যসাগরে উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি ১২ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫২, ৪ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ১২৭ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এদের মধ্যে অন্তত ৪৩ জন নিখোঁজ হয়েছেন। উদ্ধার করা হয়েছে ৮৪ জনকে। এই উদ্ধার হওয়াদের মধ্যে ১২ বাংলাদেশি রয়েছেন। 

শনিবার (৩ জুলাই) কর্মকর্তাদের বরাত দিয়ে মেসিডোনিয়া ইনফরমেশন এজেন্সি এ তথ্য জানিয়েছে।

তিউনিসিয়া রেড ক্রিসেন্ট জানায়, ১২৭ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলের জুওয়ারাহ এলাকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গোপনে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল।

দেশটির দক্ষিণের প্রদেশ মেদিনির রেড ক্রিসেন্টের প্রধান মুনজি সেলিম জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৬ জন সুদানের, ১৬ জন ইরিত্রিয়ার, ১২ জন বাংলাদেশের এবং পাঁচজন মিশরের নাগরিক। তাদেরকে জারজিস বন্দরের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

তবে, নিখোঁজ ব্যক্তিদের কতজন বাংলাদেশি রয়েছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি