ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৬০ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ১৭ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবে ৬০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশংকা করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম।

রোববার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংস্থাটি জানায়, লিবিয়ার জোওয়ারা শহর থেকে ৮৬ যাত্রী নিয়ে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে নৌকাটি। ঢেউয়ের তীব্রতায় পথিমধ্যে ডুবে যায় নৌকাটি। 

২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ৬১ জন নিখোঁজ। ধারণা করা হচ্ছে, নিখোঁজদের কেউ বেঁচে নেই। এদের অধিকাংশ নারী ও শিশু। 

বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, যাত্রীদের অধিকাংশই নাইজেরিয়া, গাম্বিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। 

আইএমও জানায়, চলতি বছর এ নিয়ে ভূমধ্যসাগরে ২ হাজার ২শ’রও বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি