ভূমধ্যসাগরে নৌকাডুবিতে কয়েকশ’ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা
প্রকাশিত : ১৩:২৬, ১৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:২৬, ১৯ এপ্রিল ২০১৬
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে কয়েকশ’ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জীবিত উদ্ধার করা হয়েছে শতাধিক ব্যক্তিকে।
উদ্ধার হওয়াদের তথ্য অনুযায়ী, ডুবে যাওয়া নৌকাটিতে ৫ শতাধিক অভিবাসন প্রত্যাশী ছিল। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তাদের অধিকাংশই ইথিওপিয়া, সোমালিয়া, সুদান ও মিশরের নাগরিক। এদিকে, ভিন্ন ঘটনায় ভূমধ্যসাগরের ইতালি উপকূল থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। জীবিত উদ্ধার করা হয়েছে ১০৮ জনকে। নিহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন