ভূমধ্যসাগরে নৌডুবে ৩৪ শরাণার্থীর মৃত্যু
প্রকাশিত : ০৯:০৩, ২৫ মে ২০১৭ | আপডেট: ১৯:১৩, ২৫ মে ২০১৭
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌডুবে কমপক্ষে ৩৪ শরাণার্থীর মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পাওে বলে আশংকা করা হচ্ছে।
ইতালির কোস্টগার্ড জানান, স্থানীয় সময় বুধবার প্রায় ৫শ’ শরণার্থী নিয়ে ইউরোপের পথে যাত্রা কওে নৌযানটি। লিবিয়া উপকূল থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে সেটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৩শ’ জনকে। বাকিদের সন্ধানে অভিযান চলছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী বহনে কারণে নৌকাটি ডুবে যায়। এ নিয়ে চলতি বছর ভূমধ্যসাগরে এক হাজারেরও বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন