ভূমধ্যসাগরে পাওয়া ধ্বংসাবশেষ নিখোঁজ বিমানের নয়
প্রকাশিত : ১৫:৪০, ২০ মে ২০১৬ | আপডেট: ১৫:৪০, ২০ মে ২০১৬
ভূমধ্যসাগরে পাওয়া ধ্বংসাবশেষ নিখোঁজ বিমানের নয় বলে নিশ্চিত করেছেন ইজিপ্ট এয়ারের ভাইস চেয়ারম্যান। এদিকে বিমানটি নিখোঁজের পেছনে সন্ত্রাসী হামলার সম্ভাবনাকেই বড় করে দেখছে মিশর ও যুক্তরাষ্ট্র।
ইজিপ্ট এয়ারের ভাইস চেয়ারম্যান আহমেদ আদেল জানান, বৃহস্পতিবার ভূমধ্যসাগরে গ্রীসের কারপাথোস দ্বীপের কাছে বিমানের একটি বিচ্ছিন্ন অংশ পাওয়া গেলেও এটি নিখোঁজ বিমানের নয়। তবে তল্লাশি অব্যাহত রেখেছে উদ্ধারকারীরা। এদিকে বিমানটি নিখোঁজ হওয়ার পেছনে সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন মিশরের বিমানমন্ত্রী। যুক্তরাষ্ট্রও ধারণা করছে, বোমা হামলার চালিয়েই বিমানটিকে নিশ্চিহ্ন করা হয়েছে। বুধবার রাতে ৬৬ জন যাত্রী নিয়ে প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে নিখোঁজ হয়ে এইট-জিরো-ফোর ফ্লাইটটি।
আরও পড়ুন