ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ভূমি নিবন্ধনে দুর্নীতি, নেয়া হয় না ব্যবস্থা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০২০

জাল-জালিয়াতির বহু অভিযোগ আছে তেজগাঁও ভূমি রেজিস্ট্রেশন দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। প্রমাণসহ অভিযোগ দেয়া হলেও বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা। তবে আশ্বস্ত করলেন আইজিআর, প্রতিটি অভিযোগেরই তদন্ত হবে বলে জানান তিনি। 

১১ তলার বহুতল ভবনকে নাল জমির দলিল করাসহ আরও দুর্নীতির অভিযোগ জমা আছে। এমন অভিযোগগুলোর দুই মাসেও কোন সমাধান হয়নি। 

ভাটারার ভূমি অফিসে গিয়েও দেখা যায়, নাল জমির জায়গাটি বাড়ি হিসেবে নামজারি করা হয়েছে। তথ্য প্রমাণ থাকার পরেও কিভাবে একটি ভবনকে নাল জমি দেখানো হলো? জানতে চাইলে বাড্ডার সাব রেজিস্ট্রার মনিরুল ইসলাম কথা বলতে চাননি। রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অনিয়মের বহু অভিযোগও আছে। 

ভূমিসংক্রান্ত কাজে ভূমি অফিসে আসা মানুষরা জানান, নকল তুলতে ঘুষ লাগবে, দলিল করতে ঘুষ লাগবে, কাগজ ঠিক থাকলেও ঘুষ লাগবে। আর কাগজ যদি ঠিক না থাকে তাহলে কন্ট্রাক্টে করতে হয়। 

আরেকজন জানান, টাকা দিলে সব ঠিক হয়ে যায়, আবার টাকা না দিলে এটা ঠিক থাকে না।

সেবা নিতে আসা মানুষদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কথা বলতে চাননি জেলা রেজিস্ট্রার। তবে আইজিয়ার বলেন, রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টকে দুর্নীতিমুক্ত করার কাজ চলমান আছে। 

আইজিআর শহিদুল আলম ঝিনুক বলেন, তদন্ত করার দায়িত্ব আছে, তাই তদন্ত করার নির্দেশ দিয়েছি। তদন্তের রিপোর্ট পাওয়ার পরে ভাল খবর পাবেন। এটা সম্পর্কে আমি একটি পজেটিভ ব্যবস্থা নিব।

ঝঞ্জাট ও দালালমুক্ত রেজিস্ট্রি অফিস চান সেবা নিতে আসা মানুষেরা। 

এএইচ/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি