ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

ভূমিধসে সিয়েরা লিওনে নিহত ৪০০, নিখোঁজ ৬০০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ১৬ আগস্ট ২০১৭

ভূমিধসে বিধ্বস্ত এলাকা থেকে হতাহতদের উদ্ধারে তৎপরতা চলছে। ছবি : বিবিসি।

ভূমিধসে বিধ্বস্ত এলাকা থেকে হতাহতদের উদ্ধারে তৎপরতা চলছে। ছবি : বিবিসি।

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪০০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৬০০ জন। রেডক্রস এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।


রেডক্রসের মুখপাত্র প্যাট্রিক মাসাকুই বলেন, মৃতের আরো বাড়তে পারে। স্থানীয় সময় সোমবার ভোরে ভারি বৃষ্টিপাতের কারণে রাজধানীর রিজেন্ট এলাকার অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। ওই সময় ওই পাহাড়ি জনপদের অনেক মানুষ ঘুমিয়ে ছিল।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টোর বকারি ফোহ বলেন, জরুরি সাহায্যের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ঘুমিয়ে থাকা অবস্থায় শত শত মানুষ মারা যায়। এটা ভয়াবহ একটা ঘটনা, আমি শোকাহত।

এ ঘটনায় অন্তত দুই হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। হতাহতের স্বজনরা রিজেন্ট এলাকার ভিড় করছে।

এদিকে প্রেসিডেন্টের মুখপাত্র আবদুলাই বারাইতা বিবিসিকে জানিয়েছেন, বিধ্বস্ত এলাকা থেকে লাশ উদ্ধার করা হচ্ছে। এখনো ৬০০ জনের মতো নিখোঁজ রয়েছে।

এ ছাড়া জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক সতর্ক করে দিয়ে বলেছেন, দুর্গত এলাকায় পানিবাহিত কলেরা, টাইফয়েড, ডায়রিয়ার মতো রোগ ছড়িয়ে পড়তে পারে।  
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি