ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ভেঙ্গে গেছে ম্যারাডোনার রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ২০ জুন ২০১৮

দীর্ঘ ৩০ বছর ধরে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন ম্যারাডোনা। বিশ্বকাপ শুরুর আগে সবাই ধারণা করেছিলেন, নিজ দেশের উত্তরসূরি লিওনেল মেসিই সেই রেকর্ডে ভাগ বসাবেন। কিন্তু না, সে রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি ভক্তদের চিরশত্রু ক্রিশ্চিয়ানো রোনালদো।

মরক্কোর বিপক্ষে আজও শুরুতেই গোল উপহার দিয়েছেন রোনালদো। জোয়াও মুতিনহোর ক্রসে সবাই যখন লাফ দিয়ে বল খুঁজছেন, তখন রোনালদো দক্ষ শিকারির মতো নিচু হয়ে বল খুঁজে নিলেন। দারুণ এক হেডে এগিয়ে দিলেন দলকে। সে গোলেই ছুঁয়েছেন ফুটবলের অন্যতম কিংবদন্তি ম্যারাডোনাকে। তবে রেকর্ড ছুঁলেও রোনালদোর সামনে আছে সব রেকর্ড ভেঙ্গে দেওয়ার সুযোগ।

কাল পর্যন্ত বিশ্বকাপে ৬টি গোল করে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। গত ম্যাচে হ্যাটট্রিকের বদৌলতে অধিনায়ক হিসেবে রোনালদোর গোলের সংখ্যা ছিল ৫। বর্তমানে কেবল প্রথম রাউন্ডেই রোনালদোর সামনে আছে আরও এক ম্যাচ। আছে দ্বিতীয় রাউন্ডসহ আরও কয়েকটি ম্যাচ খেলার সুযোগ। বুঝাই যাচ্ছে, ম্যারাডোনার রেকর্ডটটি পুরানো হয়ে যাচ্ছে।

এদিকে বিশ্বকাপ শুরুর আগে লিওলেন মেসির ৫ গোলই বেশ জোরেশোরে আলোচনা হচ্ছিল। ধারণা করা হচ্ছিল, মেসিই ভাঙ্গবেন সেই গেঁড়ো। তবে সবাইকে অবাক করে দিয়ে রোনালদো ভাঙলেন সেই রেকর্ড।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি