ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভেনিসে শুরু হয়েছে মুখোশ কার্নিভাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:৩০, ১ ফেব্রুয়ারি ২০১৮

প্রতিবারের মতো এবারও ইতালির ভেনিসে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মুখোশ কার্নিভাল। এরইমধ্যে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ভেনিস। নানা ডিজাইনের মুখোশ পরে নেচে-গেয়ে শহর মাতাচ্ছেন হাজারো দর্শণাথী।

রং বেরংয়ের নৌকা, বাহারি সাজ-পোশাক, মুখোশ। এ যেনো অন্যরকম এক ভেনিস। হাজারো দশণার্থীর পদচারণায় মুখরিত পাশ্চাত্যের অভিজাত এ নগরী।
প্রতি বছরের মতো এবারও বর্ণিল সাজে ভেনিসের সবাই। ঐতিহ্যবাহী মুখোশ কার্নিভালে মেতে উঠেছে সব বয়সের মানুষ। ছোট ছোট নৌকাগুলো যেনো একেকটি প্রাণ। ইদুর, হ্যালোইন, জলদস্যু এমনকি ডোনাল্ড ট্রাম্পের মুখোশ পড়া ছবি ভেসে বেড়াচ্ছে পানিতে।

জানা যায়, ১১ শতকে প্রথমবারের মতো ভেনিসে এ উৎসবের আয়োজন করা হয়। ক্যাথলিকদের ধর্মীয় উৎসব ইস্টারের ৪০ দিন আগে শুরু হয় এ উৎসব। রাতের উৎসব যেনো আরও জমকালো। আয়োজন থাকে সার্কাস দেখারও সুযোগ।

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি