ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভেনেজুয়েলায় নির্বাচনে সমাজতান্ত্রিক দলের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ১৬ অক্টোবর ২০১৭

ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনে সমাজতান্ত্রিক দল জয়লাভ করেছে। ভেনেজুয়েলার নির্বাচন কতৃপক্ষ জানিয়েছে, ২৩টি রাজ্য আসনের মধ্যে ১৭টিতে জয়ী হয়েছে সমাজতান্ত্রিক দল।

রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এ বিজয়কে সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের নীতি ‘চাভিসমো’র জয় বলে অভিহিত করেছেন। ফলাফলের পর নিকোলাস মাদুরো বলেন, ‘চাভিসমো মরেনি, রাজপথেই আছে এবং জয়লাভ করেছে।’

এদিকে এ নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে বিরোধী দল ডেমোক্রেটিক ইউনিয়ন রাউন্ডটেবিল জোট। নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছে তারা। সেই সঙ্গে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন প্রচারণা পরিচালক জেরার্ডো ব্লিড।

নির্বাচনের আগে জরিপে বলা হয়েছিল, বিরোধী দল ১৮ আসনের মধ্যে ১১টিতেই জয়লাভ করবে।

এ বছর ভেনিজুয়েলা চরম খাদ্য সংকট, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক সহিংসতার সম্মুখীন হয়েছে। প্রতিবাদ করতে গিয়ে মারা গেছে ১০০ জনেরও বেশি মানুষ। বছরের শুরুতে ভেনেজুয়েলার কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞাকে ‘অবৈধ, নিন্দনীয় এবং অভূতপূর্ব’ বলে অভিহিত করেন মাদুরো।

নির্বাচনের ফলাফলের পর এটি স্পষ্ট যে এটি সরকারের জন্য একটি ব্যাপক বিজয়। ফলাফলের পর রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো তাৎক্ষনিকভাবে রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হন। তিনি বলেন ‘চ্যাভিসমো ফিরে এসেছে এবং জয়লাভ করেছে।’ নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার জন্য তিনি বিরোধীদলকে আহবান জানান।

যদিও ততক্ষণে বিরোধীদল নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ফেলেছিল। বিরোধী দলের দাবি, সাম্প্রতিক জরিপে মাদুরোর সরকার মাত্র ২০শতাংশ সমর্থন পেয়েছে। ভোট গণনাতেও কারচুপি করা হয়েছে বলে বিরোধী সমর্থকদের দাবি।

এদিকে ফলফল ঘোষণার পরপরই উল্লাসে ফেটে পড়ে মাদুরো সমর্থকরা। এই নির্বাচনের ফলাফল ভেনেজুয়েলার সীমান্তে পেড়িয়ে অন্য দেশগুলোতেও প্রভাব ফেলবে। ট্রাম্প প্রশাসন নি:সন্দেহে বিরোধীদলকে সমর্থন দিবে এবং নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনবে।

কয়েক মাস ধরে রাস্তায় সহিংস বিক্ষোভের পর ভেনেজুয়েলায় যখন শান্তি ফিরে আসা শুরু করছিল ঠিক তখনই দেশটি আবারো দ্বন্দ্ব-সংঘাতের দিকে যাচ্ছে।

 

সূত্র: বিবিসি

এমআর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি