ঢাকা, মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫

ভেনেজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ২২ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৯:৪৮, ২২ এপ্রিল ২০১৭

ভেনেজুয়েলায় সংঘর্ষ

ভেনেজুয়েলায় সংঘর্ষ

ভেনেজুয়েলার রাজধানীতে কারাকাসে সরকার বিরোধী বিক্ষোভে একদিনে ১৩ জনের মৃত্যু হয়েছে। তিন সপ্তাহ ধরে চলা এ বিক্ষোভে এ নিয়ে মৃতের সংখ্যা ২২ জনে দাঁড়ালো।
রাজধানী কারাকাসের বেশ কয়েকটি স্থানে হতাহতের এসব ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, শহরের একটি বেকারি লুটপাটের চেষ্টা করলে বিদ্যুতায়িত হয়ে ৯ জনের মৃত্যু হয়। অন্য তিনজন পুলিশের গুলিতে মারা যায়। রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে আরো ৬ জন আহত হয়েছে। চলমান সংকট শুরু হয় ২৯ মার্চ দেশটির সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে। বলা হয়, বিরোধীদের নিয়ন্ত্রিত সংসদের নিয়ন্ত্রণ সরকারের নেয়া উচিত। যদিও কয়েকদিন পর আদালত তার সিদ্ধান্ত বদলে দেয়। তবে ততক্ষণে দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়ে যায়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি