ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ভৈরবে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৫, ৭ জুন ২০১৮ | আপডেট: ০৯:৩৭, ৭ জুন ২০১৮

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা ও একাধিক মামলার আসামি মো. হেলিন (৪৫) নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত সোয়া ২টার দিকে ভৈরব উপজেলার গাছতলাঘাট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ৫১০ পিস ইয়াবা, ২৪ বোতল ফেনসিডিল ও ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ভৈরব থানা সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় হেলিনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অজ্ঞাত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়েছে।
মো. হেলিন (৪৫) ভৈরব উপজেলার পঞ্চবটি পুকুরপাড় এলাকার মৃত সাইদ মিয়ার ছেলে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি