ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোট কিনতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল বিজেপি নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ১৯ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ভারতের মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ভোট কিনতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন বিজেপি নেতা।  ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নগদ অর্থ বিতরণ করতে গিয়ে ধরা পড়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী বিনোদ তাওড়ে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) স্থানীয় বিধায়ক এবং প্রভাবশালী নেতা হিতেন্দ্র ঠাকুর সংবাদমাধ্যমের কাছে এই অভিযোগ করেছেন।

হিতেন্দ্র ঠাকুর জানান, তার দলের সমর্থকেরা ওই হোটেলে বিজেপি নেতার ঘর ঘেরাও করেন এবং সেখান থেকে প্রায় ৫ কোটি রুপি উদ্ধার করেন। পাশাপাশি একটি ডায়েরি পাওয়া গেছে, যেখানে দাবি করা হয়েছে যে, বিতরণের জন্য মোট ১৫ কোটি রুপি আনা হয়েছিল। হিতেন্দ্রের ছেলে এবং নালাসোপাড়ার বিধায়ক ক্ষিতিজ ঠাকুরও এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 

এ বিষয়ে এরই মধ্যে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করেছে। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, বিনোদ তাওড়ের হোটেল কক্ষ থেকে ৯ লাখ ৯৩ হাজার রুপি উদ্ধার করা হয়েছে।

এদিকে, নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার পরে বহিরাগত বিজেপি নেতা কেন পালঘর এলাকায় উপস্থিত ছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী নেতা হিতেন্দ্র ঠাকুর।

বিনোদ তাওড়ে মহারাষ্ট্রের সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমানে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি একসময় মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলীয় নেতা ছিলেন। বিজেপির ফড়নবীস সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন তিনি।

বিরোধী দলের অভিযোগ এবং নগদ অর্থ বিতরণ নিয়ে বিজেপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি