ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ভোট দিয়ে সেলফি তুলে পোস্ট দিবে : নায়ক ফেরদৌস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৯, ২৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ২০:৪৮, ২৯ নভেম্বর ২০১৮

ভোট দিয়ে সেলফি তোলার আহ্বান জানালেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি বলেন, ৩০ তারিখে তোমরা সবার আগে ভোট দিবে এবং যে কালো দাগটি হাতে দেওয়া হয় সেটিসহ সেলফি তুলে পোস্ট করবে। অাজ বৃহষ্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সামাজিক সংগঠন `সম্প্রীতি বাংলাদেশ` এর এক সেমিনারে তিনি তরুণ ভোটারদের উদ্দেশ্যে একথা বলেন।

নায়ক ফেরদৌস বলেন, আমরা জানি প্রচুর নতুন ভোটার ভোট দিচ্ছেন এবার। এই সংখ্যা দুই কোটির উপরে। এনাদের ভেতর অনেকে আছেন যারা ১৮-১৯ বছরের। অনেক টিনেজার আছেন যারা ভাবেন আমি একটি ভোট না দিলে কী হবে। কিন্তু তাদেরকে আমাদের এটা বোঝাতে হবে যে তোমার এক একটি ভোট অসম্ভব মূল্যবান। একেকটি অস্ত্রের মতো। তোমার একটি ভোট পুরো দেশকে পাল্টে দিতে পারে।

ফেরদৌস এ সময় আরও বলেন, আমি টিনেজারদের বলি, তোমরা যখন একটি রেস্টুরেন্টে খেতে যাও, ওই খাওয়ার একটা সেলফি তোলো, ওখানে একটা পোস্ট দিয়ে দাও। আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা সবার আগে ভোট দিবে এবং যে কালো দাগটি দেওয়া হাতসহ সেলফি তুলে পোস্ট করবে। সেটি হবে সেদিনের সবচেয়ে বড় প্রচারণা।

ফেরদৌস বলেন, এই ইয়াং ছেলে মেয়েরা অনেক বেশি ইমোশনাল অনেক বেশি নাজুক। তারা এখনো কোন পক্ষের নয়। অনেকে আছেন ৫০-৬০ বছর বয়সী। তারা অনেকেই তাদের মত করে তাদের পক্ষ বেছে নিয়েছেন। কিন্তু তরুণরা তা করেননি। অনেক তরুণ ভোটাররা ভাবেন যে আমার বয়স ১৮- ১৯ আমি তো স্টুডেন্ট আমি কেন ভোট দিব। তাদেরকে এটা বোঝাতে হবে আগামী পাঁচ বছরে তাদের ভাগ্যের আমূল পরিবর্তন হবে।

অা অা// এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি