ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

ভোটার তালিকা হালনাগাদ আগামীকাল থেকে (ভিডিও)

প্রকাশিত : ১২:৪৩, ২২ এপ্রিল ২০১৯

কাল থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। ২০০৩ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেয়া ৮০ লাখ ব্যক্তির তথ্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে ইসি। প্রথমবারের মতো তালিকায় অর্ন্তভূক্ত হচ্ছেন হিজড়ারা। আর রোহিঙ্গা অধ্যুষিত ৩২ উপজেলায় তালিকা হালনাগাদে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

একদিন পরেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন।

তথ্য সংগ্রহের কাজ চলবে ১৩ মে পর্যন্ত। যাদের বয়স ১৮ হয়নি কিন্তু ১৬ পেরিয়েছে তাদের তথ্যও সংগ্রহ করা হবে। এরপর ২৫ মে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে নির্ধারিত কেন্দ্রে নাগরিকদের আঙুলের ছাপ সংগ্রহ ও নিবন্ধনের কাজ। হালনাগাদে নতুন ভোটারের পাশাপাশি মৃত ভোটারদের নাম বাদ দেয়া এবং  ভোটার স্থানান্তরের আবেদনও নেয়া হবে।

প্রথমবারের মত অর্ন্তভূক্ত হবেন হিজড়ারা। আর রোহিঙ্গাঅধ্যুষিত অঞ্চলে তথ্য সংগ্রহে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

নির্ভূল ভোটার তালিকা প্রস্তুতে অগ্রাধিকার দিয়ে এরইমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।

৫২ হাজার ৫শ’ জন তথ্য সংগ্রহকারী, ১০ হাজার ৫শ’ সুপারভাইজার এবং ৭শ’ সহকারি রেজিস্ট্রেশন অফিসার ভোটার তালিকা হালনাগাদের কাজ করবেন।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি