ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ভোটার হবার উদ্যাগে হিজড়াদের সন্তোষ (ভিডিও)

প্রকাশিত : ১০:৫৪, ২১ এপ্রিল ২০১৯

প্রথমবারের মতো ভোটার হতে যাচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষেরা। ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া হালনাগাদ কার্যক্রমে নাম উঠবে তাদের। এছাড়া হিজড়াদের সম্পত্তির অধিকারে আইনের অবস্থান কী হবে- সে বিষয়টিও আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা ভাবছে ইসি। সবাই আন্তরিক হলে এ উত্তরাধিকার আইনে পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন আইনজীবীরা। আর নির্বাচন কমিশনের উদ্যোগে দারুণ খুশি হিজড়ারা।

হিজড়া জনগোষ্ঠী- পারিবারিক এবং সামাজিকভাবে যারা বরাবরই অবহেলিত ও বৈষম্যের স্বীকার। হাসি, ঠাট্টার অন্তরালে ঢাকা পড়ে থাকে নিত্যকার দুঃখ-বেদনার গল্প।

‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে হিজড়ারা সরকারিভাবে স্বীকৃতি পায় ২০১৩ সালে। কিন্তু সেই অর্থে জীবনযাত্রার মান উন্নয়নে আসেনি খুব একটা পরিবর্তন। নেই শিক্ষাগ্রহণের সুযোগ কিংবা চাকরিতে নিয়োগের সহজ উপায়। তাই বাধ্য হয়ে একরকম ভিক্ষা করেই চলতে হয়।

ভোটার তালিকায় হিজড়াদের অর্ন্তভূক্ত করার সিদ্ধান্তে খুশি অবহেলিত মানুষগুলো। জাতীয় পরিচয়পত্র পেলে অবস্থার পরিবর্তন হবে- এই আশায় আছেন তারা। সম্পত্তি ও মৌলিক অধিকার আদায়ের পথকে প্রশস্ত করতে সরকারের সুদৃষ্টি চান হিজড়ারা।

সম্পত্তি পাওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয়ে সুপারিশ করার বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন।

আইনজীবীরা মনে করেন ভোটাধিকার স্বীকৃতি দিলে উত্তরাধিকার আইনেও পরিবর্তন করা সম্ভব।

সাংবিধানিকভাবে লিঙ্গের কারণে বৈষম্য করা যাবে না, তাই মানুষ হিসেবে পূর্ণাঙ্গ অধিকার ফিরিয়ে দিতে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ আইনজীবীদের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি