ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ভোটের অধিকার পুন:প্রতিষ্ঠায় নয়াজোট গঠন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ২ সেপ্টেম্বর ২০১৮

ভোটের অধিকার পুন:প্রতিষ্ঠায় নয়াজোট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ ড. কামাল হোসেন। একুশে টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, গণতন্ত্র সুসংহত করে জাতীয় ঐক্যের ভিত্তিতে জনগনকে ক্ষমতার মালিকানা দেয়াই এই জোটের উদ্দেশ্য।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের রাজনীতিতে এরই মধ্যে আলোচনায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত নয়া জোট। এই জোটে জনগণকে সাথে নিয়ে শুদ্ধ গণতান্ত্রিক পদ্ধতির চর্চা করা হবে বলে জানালেন ড. কামাল হোসেন।

তিনি আরো জানান, জাতীয় নির্বাচনে জনগনের ভোটের অধিকার ও ক্ষমতায়নে জনসংযোগই জোটের প্রধান কর্মকৌশল। শরিক দলগুলোর সাথে আলোচনা করে চলতি মাসেই মাঠে নামারও ইঙ্গিত দিলেন এই সংবিধান বিশেষজ্ঞ।

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে নয়া জোটের বিভিন্ন দাবী-দাওয়ার কথাও তুলে ধরেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ।

এছাড়া বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে দেশকে জনগনের নিয়ন্ত্রণে আনতে হবে বলে মনে করেন ড. কামাল হোসেন।

নির্বাচন কেন্দ্রীক এই জোট আগামীর রাজনৈতিক ঘটনাপ্রবাহ পর্যালোচনা করে নিত্যনতুন কর্মকৌশল জনগনের কাছে তুলে ধরবে বলেও জানান তিনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি