ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ভোটের মাঠে রাজনীতিতে নতুন সমীকরণ (ভিডিও)

মানিক শিকদার

প্রকাশিত : ১২:১১, ১৯ নভেম্বর ২০২৩

ভোটের মাঠে জমেছে জোটের রাজনীতি। এখনও আসন ভাগাভাগি না হলেও পুরোনো সঙ্গীদের নিয়েই জোট করেছে আওয়ামী লীগ। তবে জোটসঙ্গীরা বলছে, এবার তাদের আসন কিছুটা বাড়তে পারে। নতুন দল তৃণমূল বিএনপির সঙ্গে জোট বেধেছে প্রগতিশীল ইসলামী জোট। তিনশ’ আসনে প্রার্থী দিয়ে ফলাফলে চমক দেখানোর কথা বলছেন তৃণমূলের নেতারা। 

তফসিল ঘোষণার পর রাজনীতিতে নতুন সমীকরণ। পরীক্ষিত শরিকদের নিয়েই ভোট লড়বে আওয়ামী লীগ। 

এরই মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলগুলো। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের জয়কেই গুরুত্ব দিচ্ছেন শীর্ষ নেতারা।

জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি হাসানুল হক ইনু বলেন, “সাম্প্রদায়িক জঙ্গি রাজাকার জামায়াত চক্র, তার মিত্র বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে ১৪ দলীয় জোট একসঙ্গে ভোট করবে। ভোটের পর আমরা একসঙ্গে কাজ করবো।”

এখনও আসন ভাগাভাগি হয়নি। সন্ত্রাস জঙ্গিমুক্ত দেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই ভরসা রেখে গতবারের তুলনায় জোটসঙ্গীদের আসন বাড়বে বলেই মনে করেন জাসদ সভাপতি।

হাসানুল হক ইনু বলেন, বিএনপি নির্বাচনে আসুক অথবা না-আসুক আমরা একসঙ্গে ১৪ দলীয় জোটগতভাবে ভোট করছি। গতবারে যে আসন ছিল তারচেয়ে একটু বাড়ানোর চেষ্টা করবো স্বাভাবিকভাবেই। দেন-দরবার হবে, দর কষাকষি হবে- সেটা শরীকের ভেতরেই হবে।”

নির্বাচনে নেই, রাজনীতির মাঠেও অনেকটাই আড়ালে বিএনপি। শুক্র আর শনি-মঙ্গল বাদে সপ্তাহে চারদিন হরতাল-অবরোধের ডাক দিলেও সাড়া মিলছে না।

এ অবস্থায় তৃণমূল বিএনপি রাজনীতিতে চমকের কথা বলছে। এরইমধ্যে ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতিও নিয়েছে দলটি। প্রগতিশীল ইসলামী দলগুলোকে নিয়ে নির্বাচনী জোটও বেধেছে সাবেক বিএনপি নেতা নাজমুল হুদার হাতে গড়া দলটি।

শমসের মবিন চৌধুরী বলেন, “অবশ্যই এই নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন হবে।”

মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে চায় তৃণমূল বিএনপির নেতৃত্বাধীন নতুন এই জোট। আপাতত ভোটের লড়াইয়ের কথা ভাবছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

তৃনমূল চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী বলেন, “সুস্থ্য রাজনীতি আমরা গড়ে তুলতে চাই। সুস্থ্য রাজনীতি গড়ে তুলতে পারলে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে। যদি জনগণ আমাদের উপর আস্থা রাখে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি তৃণমূল বিএনপিকে দেয় তাহলে আমাদের নীতি-আদর্শ অনুসরণ করে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।”

এই জোটের সঙ্গে গণতন্ত্রকামী আরও রাজনৈতিক দলের যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও জানান বিএনপির সাবেক এই নেতা।

শমসের মবিন চৌধুরী বলেন, “বিভিন্ন দলের-জোটের সাবেক সংসদ সদস্য এবং স্থানীয় পর্যায়ে বিএনপিতে থেকে অনেকে যোগ দিচ্ছেন। গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে ধর্মকে আমরা জড়াবো না।”

সহিংসতা ছেড়ে বিএনপিকে নির্বাচনের পথে আসারও আহ্বান জানান তৃণমূল চেয়ারম্যান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি