ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোরের আজানের মুহূর্তে পিতাকে হারায় বাঙালি

অখিল পোদ্দার, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১৫ আগস্ট ২০২২ | আপডেট: ১০:৪৪, ১৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ভোরের আজানে তখন কল্যাণের দিকে ছুটে আসার আহ্বান। সেই মুহূর্তে পিতাকে হারিয়েছিল বাঙালি। ঘাতকের বুলেটে লুটিয়ে পড়েন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথচ তিনিই বাংলাদেশ। 

দেশ স্বাধীনের আগে কঠিন নিপীড়নের শিকার হয়েছিলেন পদে পদে। কারাগারের অন্ধকারে কাটিয়েছেন ৪ হাজার ৬৮২ দিন। ফাঁসির মঞ্চ উপেক্ষা করে টুঙ্গিপাড়ার খোকা হয়েছিলেন বাঙালি মুক্তির আলোকবর্তিকা। যিনি নিজেই বাংলাদেশ। 

বিদেশিদের কাছে তিনি মিস্টার রহমান, ফাদার অফ বেঙ্গল। দেশবাসীর কাছে তিনি সামাজিক ও অর্থনৈতিক মুক্তির ত্রাতা। অথচ পাকিস্তানের এদেশীয় দোসরেরা ১৯৭৫ সালের আজকের দিনে বিদীর্ণ করেছিল তাঁর বুক। ঘাতকের বুলেটে প্রাণ হারান পরিবারের বাকি সদস্যরাও।

মুজিব হত্যাকারীদের ৫ জন এখনও অধরা। নেপথ্য কুশিলবদের মুখো উন্মোচনে প্রক্রিয়াধীন কমিশন গঠন। 

বঙ্গবন্ধু পরিবারের আত্মদান বাঙালির রাজনৈতিক সংস্কৃতির দরোজা খুলে দিয়েছে। রক্তের দাগ না মোছা ৩২ নম্বর বাড়িটি হৃদয়গহীনের অনন্ত জাদুঘর হয়ে এখনও আলো ছড়াচ্ছে বিশ্ব্যাব্যাপী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি