ঢাকা, রবিবার   ৩০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ২৭ মার্চ ২০২৫ | আপডেট: ১৫:১৫, ২৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পবিত্র রমজান উপলক্ষে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় শহরের ভোলা হাসপাতল রোডে অবস্থিত জিজিইউএস ল্যান্ডিং স্টেশন ও রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

ইফতার অনুষ্ঠানে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র সভাপতি চ্যানেল আই এর জেলা প্রতিনিধি হারুন উর রশীদ সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ভোলা জেলার সিভিল সার্জন মোহাম্মদ মনিরুল ইসলাম, জিজেইউএস’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, পরিচালক এডভোকেট বিথী ইসলাম, সিনিয়র সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু,ভোলা থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ।

চ্যানেল-24’র জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু'র সঞ্চালনায় ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি মেজবা উদ্দিন শিপু শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা নিউজ এর সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম,জিটিভির জেলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন,ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র সহ-সভাপতি ৭১ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম,অর্থ সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি  আরিফ হোসেন লিটন, ডিবিসির জেলা প্রতিনিধি এইচএম জাকির,অচিন্ত্য মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহনা টিভির জেলা প্রতিনিধি  জসীম রানা,দেশ টিভির জেলা প্রতিনিধি ও কার্যনির্বাহী সদস্য  ছোটন সাহা,গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মো.অনিক আহমেদ,এসএ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন,এখন টিভির জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান,নাগরিক টিভির জেলা প্রতিনিধি মলয় দে,নেক্সাস টেলিভিশন এর জেলা প্রতিনিধি মোকাম্মেল মিশু,বাংলা টিভির জেলা প্রতিনিধি মো. মামুন,চ্যানেল এস এর জেলা প্রতিনিধি মো. মনসুর আলম ওবিজয় টিভির জেলা প্রতিনিধি কমল বৈদ্য,এটিএন নিউজ এর মনজুরল ইসলাম সহ বিভিন্ন টেলিভিশনের ভিডিও জার্নালিস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ হাসিবুর রহমান।

এসময় বক্তরা বলেন, টেলিভিশন সাংবাদিকতা এখন অনেক চ্যালেঞ্জে হয়ে গেছে। অনেক ঝুঁকি নিয়ে তাদের কাজ করতে হয়। গণমাধ্যম সমাজের দর্পণ। আমরা টেলিভিশনের মাধ্যমে সমাজের প্রতিচ্ছবি দেখতে পাই। আর এ কাজটি করতে যারা অসামান্য অবদান রাখেন তারাই টিভি সাংবাদিক। জীবনের ঝুঁকি নিয়ে তারা যেভাবে কাজ করেন তা দেশ ও জাতি গঠনে নিঃসন্দেহে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভবিষ্যৎ বাংলাদেশ বির্নিমাণে টেলিভিশন সাংবাদিকদের আরও নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানান তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি