ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ভোলার প্রধান সড়কটি একযুগ ধরে ব্যবহার অনুপোযোগী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ১৩ মে ২০১৭ | আপডেট: ১৩:০৪, ১৩ মে ২০১৭

একযুগ ধরে ব্যবহার অনুপোযোগী দ্বীপজেলা ভোলার প্রধান সড়কটি। সড়কের বেশিরভাগই অংশজুড়ে খানাখন্দ আর গর্ত। এরিমধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাস্তাটির ৩০ কিলোমিটার জরাজীর্ণ অংশ নিয়ে চরম দুর্ভোগে পুরো জেলার মানুষ।
দ্বীপজেলা ভোলার প্রধান সড়কটি সদর থেকে চরফ্যাশন পর্যন্ত। ৭৪ কিলোমিটার সড়কটির মধ্যে সদর থেকে বোরহাউনউদ্দিন পর্যন্ত ২৪ কিলোমিটার এবং ডাওরী বাজার থেকে লালমোহন বাজার পর্যন্ত ৬ কিলোমিটার অংশ ভাঙ্গাচোরা আর খানাখন্দ।
চলাচলকারিরা বলছেন, বিকল্প ব্যবস্থা না থাকায়, দুর্ভোগের ঝক্কি সয়েই যেতে হচ্ছে গন্তব্যে। হাসপাতালে জরুরি রোগী আনা নেয়ার সময়, অবস্থা দাঁড়ায় আরো করুন।
সড়কের এমন বেহলা দশা কারণে প্রায়ই ছোটবড় দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। এভাবে চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনগুলোও।
সড়কটি মেরামতে দরপত্রের আহবান করা হয়েছে- জানালেন সড়ক বিভাগ কর্মকর্তা।  
জেলার বিভিন্ন অংশে যাতায়াতের মূল সড়কটি দ্রুত সংস্কারের দাবি ভোলাবাসীর।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি