ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভোলায় চুরির অভিযোগে তুলে ফেলা হল যুবকের দুচোখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভোলার চরফ্যাশনে চুরির অভিযোগে এক যুবকের হাতের বুড়ো আঙুল কেটে হাত-পা ভেঙে দুই চোখ তুলে ফেলার ঘটনা ঘটেছে। পরে গ্রাম পুলিশের এক সদস্য তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

গতকাল রোববার (২ মার্চ) নজরুলনগর ইউনিয়নের চর আরকলমী গ্রামে এ ঘটনা ঘটে বলে দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া জানান।

আহত শাহাজাহান মিন্টিজ (৪০) ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন বলেন, মিন্টিজ নামে ওই ব্যক্তির হাতের বুড়ো আঙুল কেটে দেওয়া হয়েছে। তার হাত-পা ভেঙে চোখ তুলে ফেলা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শাহাজাহানের স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, সন্দেহজনকভাবে শাহাজাহানকে তুলে নিয়ে মারধরের করে তার হাত-পা ভেঙে দুই চোখ তুলে ফেলা হয়েছে। মাঝের-চর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনের ছেলে মো. সাকিব এবং তার দলবল এ কাজে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়রা জানান, শাহাজাহানের পরিবার বহু আগে থেকে চুরি-ডাকাতির সঙ্গে জড়িত। তার বাবা ছিডু ছিলেন পেশাদার চোর। শাহাজাহান ভোলার দক্ষিণাঞ্চলজুড়ে চুরি ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত। সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক বাড়িতে চুরি হয়। আজ রোববার সকালে শাহাজাহানকে চর-আরকলমী গ্রামে তার বাড়িতে স্থানীয়রা দেখতে পেয়ে ধাওয়া করেন। পরে জাহাঙ্গীর ফরাজির বাড়ি থেকে তাকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে ওই গ্রামের বারেক ফরাজির বাড়ির পুকুর পাড়ে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দুই চোখ তুলে ফেলা হয়। খবর পেয়ে গ্রামপুলিশ সোরহাব হোসেন কয়েকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়। তবে গ্রামবাসীর দাবি, শাহাজাহান চোর চক্রের সরদার।

মাঝের-চর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনের ছেলে মো. সাকিব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শাহাজাহান পেশাদার চোর এবং চোর চক্রের সরদার। স্থানীয়রা তাকে দেখে ধাওয়া দিয়ে ধরে গণধোলাই দিয়ে চোখ তুলে ফেলেছে বলে শুনেছি।’

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া বলেন, ‘শাহাজাহান একজন পেশাদার চোর। গ্রামবাসী অতিষ্ঠ হয়ে তার চোখ তুলে ফেলছে। এ বিষয় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি