ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ভোলায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

প্রকাশিত : ১১:৪৬, ১৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৪৬, ১৮ আগস্ট ২০১৬

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার প্রভাবে ভোলায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দৌলতখান পয়েন্টে মেঘনার পানি বিপদ সীমার ৪১ সেন্টিমিটার ও ভোলা শহরের খেয়াঘাট পয়েন্টে জাঙ্গালিয়া নদীর পানি ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক জোয়ারের পানিতে জেলার নিন্মাঞ্চল ৩ থেকে ৪ ফুট পানিতে তলিয়ে গেছে। মনপুরায় ভেঙ্গে যাওয়া বাঁধ দিয়ে পানি ঢুকে ৩০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। এছাড়া সদর উপজেলার কাচারি এলাকায় ৩০ মিটার বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মেঘনাসহ বিভিন্ন নদ-নদী উত্তাল থাকায় যোগাযোগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ছোট নৌ-যান চলাচল বন্ধ রয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি