ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ভোলায় ৯০ ভাগ বোরো ধান কাটা শেষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ১২ মে ২০২৩

ঘূর্ণিঝড় মোখা’র হাত থেকে রক্ষা পেতে ভোলা জেলার মাঠে থাকা ৯০ ভাগ বোরো ধান কর্তন সম্পন্ন হয়েছে। এবছর জেলায় ৬১ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে।

৩৯০টি কম্ভাইন্ড হারভেষ্টর মেশিনের মাধ্যমে দ্রুত ধান কাটা চলছে। অল্প সময়ের মধ্যেই বাকি ধান কর্তন সম্পন্ন হবে বলে কৃষি বিভাগ আশা করছে। চলতি বছর আবহাওয়া সম্পূর্ণ অনুকূলে থাকায় বোরো ধানের ব্যাপক ফলন হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর বাসস’কে জানান, আমাদের কৃষকসহ সংশ্লিষ্টরা ব্যস্ত সময় পার করছে ধান কর্তনে। আর যন্ত্রের মাধ্যমে ধান কাটার ফলে অল্প সময়ে অধিক জমির ধান কর্তন সম্ভব হচ্ছে। ধানের অবস্থাও বেশ ভালো। এবছর মোট ২ লাখ ৬২ হাজার ৫৫৮ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আশা করছি ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হওয়ার আগেই শতভাগ ধান কাটা শেষ হবে।

তিনি আরো বলেন, মাঠে থাকা গম, সরিষা, সূর্জমূখী, মশুর ডাল, ফেলন, খেসারীসহ অধিকাংশ রবি শস্য কৃষকরা ঘরে তুলেছেন। বর্তমানে মাত্র ৫ ভাগ সয়াবিন ও প্রায় ৩০ ভাগ বাদাম রয়েছে। সেসব ঘরে তুলতে কাজ করছে কৃষকরা।

সূত্র: বাসস

এসবি/ 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি