ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

গণ বিশ্ববিদ্যালয়

ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীনের আইডিএমপি পুরস্কার প্রাপ্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ২৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ২০:০৫, ২৭ নভেম্বর ২০১৮

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন এবং মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী মেডিক্যাল ফিজিক্সে বিশেষ অবদানের জন্য আইডিএমপি পুরস্কার পেয়েছেন।         

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মেডিকেল ফিজিক্স এর উদ্যোগে ২০১৮ সালে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, ল্যাতিন আমেরিকা, আফ্রিকা থেকে ৫ জন ও এশিয়া থেকে ড. হাসিন অনুপমা আজহারীকে এই পুরস্কার দেওয়া হয়। একই সঙ্গে তিনি এশিয়া-ওশেনিয়া ফেডারেশন অর্গানাইজেশন অব মেডিকেল ফিজিক্স  এর ২০১৮-২১ সালের জন্য জেনারেল সেক্রেটারী  নির্বাচিত হয়েছেন।  

উল্লেখ্য, বাংলাদেশে রেডিওথেরাপী পদ্ধতিতে ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন অনকোলজিস্টদের পাশাপাশি মেডিক্যাল ফিজিসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মেডিকেল ফিজিসিস্টদের ব্যতীত কোন রেডিওথেরাপী চিকিৎসা দেওয়া উচিৎ নয়। এ চাহিদা থেকে ড. হাসিন অনুপমা আজহারী মেডিক্যাল ফিজিক্সের ছাত্র তৈরির লক্ষ্য নিয়ে সম্পৃক্ত হন গণ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে।

ড. হাসিন অনুপমা আজহারী বাংলাদেশ মেডিকোর ফিজিক্স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি। এই সোসাইটির মাধ্যমে সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বাংলাদেশের তিনটি সরকারি হাসপাতালে ১২ জন মেডিক্যাল ফিজিসিস্ট এর পদ তৈরিতে তিনি সক্ষম হয়েছেন। তার সংগ্রামের ফল হিসেবে বর্তমান সরকার সব হাসপাতালে মেডিক্যাল ফিজিসিস্টের পদ অন্তর্ভুক্ত করার আদেশ দেন। এছাড়া ক্যান্সার চিকিৎসায় চিকিৎসা পদার্থবিদদের ভূমিকা সম্পর্কে সচেতনতা তৈরিতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা ধরণের অনুষ্ঠান পরিচালনার সঙ্গে জড়িত রয়েছেন তিনি।  

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি