ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ভৌতিক গ্যালাক্সির সন্ধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ২৯ মার্চ ২০১৮

স্বচ্ছ একটি গ্যালাক্সির মিল্কিওয়ের আকার নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের মনে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। এনজিসি১০৫২-ডিএফ২ অনুবীক্ষণযন্ত্রে দেখা যায়, নতুন ওই গ্যালাক্সির আলো রয়েছে, সেখানে কোন অন্ধকার নেই।

যদি বিষয়টি সত্য হয়, তাহলে এটিই হতে যাচ্ছে মহাবিশ্বের প্রথম কোন গ্যালাক্সি, যে অন্ধকার থেকে মুক্ত। এখন পর্যন্ত প্রাপ্ত জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে গ্যালাক্সিতে অন্ধকার ম্যাটার গুলো থাকে। তবে গবেষণার প্রথম দিকে তারা ভেবেছিলেন, ওই গ্যালাক্সিটি অন্ধকার ম্যাটার থেকে মুক্ত থাকবে না। পরবর্তীতে তারা দেখেন, ওই গ্যালাক্সিটি পুরোপুরিভাবে অন্ধকার ম্যাটার থেকে মুক্ত।

গবেষকরা আরও জানায়, এই গ্যালাক্সিগুলোর আকার অনেকটা সর্পিলাকার গ্যালাক্সির মতোই। তবে গবেষকদলের প্রধান প্রফেসর ভ্যান ডক্কু বলেন, আমি অনেকগুলো ছবি নিয়েছি ওই গ্যালাক্সির। এটিকে আকাশের ভৌতিক উজ্জ্ব নক্ষত্র বলে উল্লেখ করেছেন তিনি।

ওই গ্যালাক্সিতে খুব কম সংখ্যক নক্ষত্র আছে বলেও তিনি জানান। কিন্তু যে নক্ষত্রগুলো এ গ্যালাক্সি তৈরি করেছে, তাদের বেশিরভাগই উজ্জ্বল বলে চিহ্নিত করেন তিনি। এদিকে অন্য আরেক জন পদার্থবিদ- ইউনিভার্সিটি অব সারির অধ্যাপক মাইকেল কলিনস্ বলেন, সেখানে স্বাভাবিকের তুলনায় ৫ গুণ বেশি অন্ধকার রয়েছে। এতে খোদ জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি