ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে জয়ে ফিরল বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ২১ ফেব্রুয়ারি ২০২২

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় টানা দুই ম্যাচ ড্রয়ের পর ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। পিয়েরে অ্যামেরিক অবামেয়াংয়ের জোড়া গোলে শক্তিশালী ভ্যালেন্সিয়াকে উড়িয়ে কাতালান দলটি পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এলো।

রোববার মেস্তায়া স্টেডিয়ামের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। অবামেয়াং জোড়া গোল ছাড়াও একটি করে গোল করেন ফ্রেংকি ডি ইয়ং ও পেদ্রি।

ভ্যালেন্সিয়ার মেস্তাল্লা স্টেডিয়ামে ম্যাচের ২৩তম মিনিটেই বার্সাকে লিড এনে দেয় গ্যাবন স্ট্রাইকার আবামেয়াং, নয় মিনিট পর লিড দ্বিগুণ করেন ফ্রেঙ্কি ডি ইয়ং। আর ৩৮তম মিনিটে নিজের গোলের জোড়া পূর্ন করেন আবামেয়াং। 

দ্বিতীয়াধের্র ৫২তম মিনিটে একটি গোল করে ব্যবধান কিছুটা কমায় ভ্যালেন্সিয়া। ব্রায়ানের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার সলের।

৬৩তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে জয় নিশ্চিত করে ফেলেন দুই মিনিট আগেই ডি ইয়ংয়ে বদলি নামা পেদ্রি। দুই ম্যাচ পর বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল। 

এই জয়ে লিগ টেবিলে শীর্ষ চারে ফিরল বার্সেলোনা। ২৪ ম্যাচে ১১ জয় ও ৯ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৪২। সমান পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে এক ম্যাচ বেশি খেলা অ্যাথলেটিকো মাদ্রিদ।

আতলেতিকোর সমান ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সেভিয়া। ২৪ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল বেতিস।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি