ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভ্রু এবং চোখের পাতায় খুশকি! জানুন সমাধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ২২ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

খুশকি কেবল মাথার ত্বক বা স্ক্যাল্পেই হয় না, ভ্রু এবং চোখের পাতায়ও হতে পারে। যা খুবই অস্বস্তির। খুশকি হলেই চুল পড়া, ত্বকে লালচে ভাব, জ্বালা, চুলকানি, ব্যথা হতে থাকে। বিব্রতকর এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন কিছু ঘরোয়া উপাদান।

আমন্ড অয়েল 

এক টেবিল চামচ আমন্ড অয়েল হালকা গরম করে ঘুমানোর আগে চোখের পাতা এবং ভ্রুতে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। সারা রাত রেখে দিন। পরদিন সকালে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। প্রতিদিন এটি করলে ত্বকের ভেতর থেকে পরিষ্কার হয় এবং মৃত কোষ দূর করে। এটি চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং ময়শ্চারাইজ করে।

টি ট্রি অয়েল 

এক টেবিল চামচ টি ট্রি অয়েল হালকা গরম করে নিন। এই তেলে তুলো ভিজিয়ে চোখের পাতা এবং ভ্রুতে ভালো করে লাগান। ১০ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। এই তেল ব্যবহারে চোখের পাতা এবং ভ্রুর খুশকি থেকে মুক্তি পাবেন।

গরম সেঁক 

গরম পানিতে পরিষ্কার হ্যান্ড টাওয়েল ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর এই ভেজা তোয়ালে চোখের উপর ১৫ মিনিট রেখে দিন। তোয়ালে ঠাণ্ডা হয়ে গেলে আবারও গরম পানিতে ভিজিয়ে নিতে পারেন। গরম সেঁক দিলে লালচে ভাব, জ্বালা, ব্যথা, চুলকানি এবং শুষ্কতা থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে।

অলিভ অয়েল 

এক টেবিল চামচ অলিভ অয়েল হালকা গরম করে চোখের পাতা এবং ভ্রুতে আলতো করে ম্যাসাজ করুন। তারপর গরম পানিতে পরিষ্কার হ্যান্ড টাওয়েল ভিজিয়ে চোখের উপর ১৫ মিনিট রেখে দিন। এবার হালকা গরম পানি দিয়ে চোখ এবং ভ্রু ধুয়ে ফেলুন। অলিভ অয়েল চোখের পাতা এবং ভ্রু-র চারপাশের ত্বক হাইড্রেট করে এবং খুশকি দূর করে।

অ্যালোভেরা জেল 

তুলা দিয়ে চোখের পাতা এবং ভ্রু-তে অ্যালোভেরা জেল লাগান। পাঁচ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা জেল খুশকি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক দূর করে, এর পাশাপাশি জ্বালা, ব্যথা এবং লালচে ভাবও কমায়। নতুন চুল গজাতেও সাহায্য করে অ্যালোভেরা।

সূত্র: বোল্ডস্কাই
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি