ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভ্রু কেটে ফেললেন আমিরের নায়িকা ফাতিমা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

হঠাৎ ফাতিমার কি হলো? কেন নিজের ভ্রু কেটে ফেললেন? ইনস্টাগ্রামে দঙ্গল অভিনেত্রী ফতিমা সানা শেখের নতুন ছবি দেখে এরকমই আঁতকে উঠছেন বলিউডের লোকজন। সবার একই প্রশ্ন, এত সুন্দর মুখশ্রী ফতিমার, হঠাৎ এমন কী হলো যার জন্য ভ্রু-র কিছুটা অংশ কেটেই ফেললেন তিনি!

আমির ও ক্যাটরিনাকে পাশে রেখে একটি ছবি আপলোড করেছেন ফতিমা। আর সেই ছবিতেই স্পষ্ট বোঝা যাচ্ছে, বাঁচোখের ওপরে থাকা ভ্রু-র কিছুটা অংশ কেটে ফেলেছেন ফতিমা। তবে পোস্ট থেকে বোঝা দায়, কেন হঠাৎ এরকমটি করলেন নায়িকা। তবে অনেকের ধারণা, নতুন ছবি `ঠগ অফ হিন্দুস্থান`-এর জন্যই এরকম লুক নিতে বাধ্য হয়েছেন তিনি।

আপাতত, ঠগ অফ হিন্দুস্থানের শ্যুটিংয়েই ব্যস্ত রয়েছেন আমির, ক্যাটরিনা ও ফতিমা। কিছুদিন আগে ইন্টারনেটে ফাঁসও হয়েছে আমির ও ফতিমার এক নাচের দৃশ্যও!

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি