ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ভয়াবহ স্তন ক্যানসারের ৮টি লক্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ৩ ডিসেম্বর ২০১৮

স্তন ক্যানসারের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। ইদানীং ক্যানসারের প্রচলিত ওষুধে কাজ হচ্ছে না। প্রচলিত বেশির ভাগ কেমোথেরাপিও এই রোগ নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই বর্তমানে সারা বিশ্বের নারীদের কাছেই স্তন ক্যানসার একটি আতঙ্কের নাম। এমন পরিস্থিতিতে স্তন ক্যানসার দিনে দিনে আরও চিন্তা বাড়াচ্ছে চিকিত্সকদের। কারণ চরিত্র বদলে বিপুল আগ্রাসী হয়ে উঠছে স্তন ক্যানসার। এই রোগ দেখা দিচ্ছে অপেক্ষাকৃত অল্পবয়সীদের মধ্যে, যাদের বয়স ২৫-৫০। স্তন ক্যান্সারের সবচেয়ে বড় ভয়ের দিক হল, এক বার সেরে যাওয়ার এক থেকে দু’বছরের মধ্যে বেশির ভাগ ক্ষেত্রেই এই রোগ আবার ফিরে আসছে রোগীর দেহে! আসুন এবার চিনে নেওয়া যাক স্তন ক্যানসারে প্রধান লক্ষণগুলো-

১) কমবেশি সব নারীদের স্তনেই লাম্প (পিণ্ড) থাকে। এর মধ্যে কয়েকটি ক্যানসারাস ও কয়েকটি নন-ক্যানসারাস। যে লাম্পগুলো টিপলে শক্ত লাগে এবং অবস্থান পরিবর্তন করে না, সেগুলি ক্যানসারের উপসর্গ হতে পার।

২) বগলে ব্যথা অনুভব।

৩) স্তনে ব্যথা অথচ তা মাসিক চক্র সম্পর্কিত নয়।

৪) স্তনের আকার কিংবা সাইজের পরিবর্তন।

৫) স্তনের রং পরিবর্তন। স্তন হঠাত্‌ লাল কিংবা লালচে রঙের হয়ে যাওয়া।

৬) স্তনের ত্বক কুঁচকে যাওয়া।

৭) স্তন বৃন্ত থেকে তরল নির্গমন হওয়া।

৮) স্তনের ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেওয়া।

প্রতিদিন নির্দিষ্ট একটা সময় ভালভাবে স্তন পর্যবেক্ষণ করা উচিত। উল্লেখিত লক্ষণগুলোর যে কোনও একটি চোখে পড়লেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন এবং পরীক্ষা করান।

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি