ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

‘মৃত্যুর মুখ থেকে ফিরেছি’

ভয়াবহ স্মৃতির কথা প্রকাশ করলেন প্রীতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ৮ অক্টোবর ২০১৮

প্রীতি জিনতা। একজন সন্দুরী ও সু অভিনেত্রী। বলিউডে তার ভক্তের সংখ্যা অনেক। বর্তমানে পর্দায় না থাকলেও আলোচনায় আছেন তিনি। ক্রিকেট প্রেমী এই অভিনেত্রী একটা সময় মৃত্যুর মুখে পড়েছিলেন। সম্প্রতি ভয়াবহ সেই স্মৃতির কথা প্রকাশ করলেন প্রীতি।

২০০৪ সালের ২৬ ডিসেম্বর। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে সংঘটিত ভূমিকম্পে এক ভয়াবহ সুনামি আঘাত হানে উপকুলে। যে স্মৃতি আজও অনেকের মনে আতংক সৃষ্টি করে। চৌদ্দ বছর আগে প্রায় ১৪টি রাষ্ট্রে হানা দিয়েছিল সেই সুনামি। নিহত হয়েছিল প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ। ভয়ঙ্কর ওই সুনামির কবলে পড়েছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাও। সেসময় থাইল্যান্ডের ফুকেট দ্বীপে ছুটি কাটাচ্ছিলেন তিনি। কিন্তু ভাগ্যজোড়ে সেদিন মৃত্যুর হাত থেকে বেঁচে যান অভিনেত্রী।

সম্প্রতি ‘কাভি আলবিদা না কহেনা : ব্যাক টু দ্য ফিউচার’ শীর্ষক আলোচনা চক্রে উপস্থিত থেকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান প্রীতি।

প্রীতি বলেন, ‘সুনামিতে আমি প্রায় মারাই যাচ্ছিলাম। আমি তখন পুকেট’ এ ছিলাম। আমার কাছের বন্ধুদের প্রায় অনেকেই সেদিন মারা যায়। একমাত্র আমি ভাগ্যজোরে বেঁচে গিয়েছিলাম। ঈশ্বর যেন তাদের আত্মার মঙ্গল করে। ওটা আমার কাছে খুব কঠিন সময় ছিল।’

তিনি আরও জানান, ‘আমি ভাবতে শুরু করলাম যে আমি কেন বেঁচে গেলাম? তাই আমি ভাবলাম আমার সেটাই করা উচিত যেটা আমি আমার জীবন দিয়ে করতে চাই। ওই ঘটনা পরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেন এই বলিউডি অভিনেত্রী।

সূত্র : ইন্ডিয়া টুডে

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি