ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ভয়াবহ হতে পারে জিকা ভাইরাসের প্রভাব জানালেন ব্রাজিলের গবেষকরা

প্রকাশিত : ১০:৫৮, ২ মে ২০১৬ | আপডেট: ১০:৫৮, ২ মে ২০১৬

ধারণার চেয়ে আরো অনেক বেশি ভয়াবহ হতে পারে জিকা ভাইরাসের প্রভাব। এবার ব্রাজিলের গবেষকরা এ তথ্য জানালেন। জিকা ভাইরাসে আক্রান্ত প্রতি ৫ জন গর্ভবতী নারীর মধ্যে অন্তঃত একজনের জন্ম দেয়া শিশু ধারণার চেয়ে অনেক মারাত্মক স্নায়বিক সমস্যার মুখোমুখি হতে পারে। কেবল মাইক্রোকেফ্যালি নামে স্নায়বিক রোগই নয়, ২০ শতাংশ শিশুরা আরো মারাত্মক প্রতিবন্ধকতার ভুগতে পারে বলে মনে করছেন তারা। তবে ব্রাজিলের বেশ কিছু এলাকায় জিকা ভাইরাসের প্রভাব কমতে শুরু করেছে বলেও জানান তারা। যদিও বিশ্বের অন্যান্য দেশগুলোতে এখনও বেড়ে চলছে এ ভাইরাসের প্রকোপ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি