ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

মংলা কাস্টমসে নিলামে উঠছে ২৫০ বিলাসবহুল গাড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ২০ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:৪৭, ২০ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বন্দরের জট কমাতে আগামী ২৫ জুলাই ২৫০টি বিলাসবহুল গাড়ি নিলামের উদ্যোগ নিয়েছে মংলা বন্দর কাস্টমস কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে আরও ৮০০ কনটেইনার ও ৫০টি বিলাসবহুল গাড়িও নিলামে নেওয়া হবে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দু-তিন বছরের বেশি সময় ধরে বন্দর জেটি, ইয়ার্ডসহ বিভিন্ন স্থানে বিলাসবহুল বিএমডব্লিউ, পাজেরোর মতো দামি গাড়ি পড়ে আছে। এসব পণ্যের আমদানিকারকরা নির্দিষ্ট সময় পার হলেও সেগুলো ছাড় করিয়ে নেননি। নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে এসব আমদানি পণ্য ছাড় করিয়ে না নিলে সরকারই এর মালিক হয়ে যায়।

যদিও নানা জটিলতার কারণে গত এক বছর নিলাম অনুমোদন বন্ধ ছিল। শিগগিরই বিভিন্ন পত্রপত্রিকার পাশাপাশি নিজস্ব ওয়েবসাইটে নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি