ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

মংলা-খুলনা মহাসড়ক ব্রীজ নির্মানের ৮ বছরের মধ্যে ধসে পড়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ১৯ মে ২০১৭ | আপডেট: ১৩:১৬, ১৯ মে ২০১৭

নির্মানের মাত্র আট বছরের মধ্যে ধসে পড়েছে মংলা-খুলনা মহাসড়ক লাগোয়া হুড়কা ইউনিয়নের কাটাখালের ব্রীজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ১০ গ্রামের মানুষ। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, নির্মান কাজে অনিয়ম আর পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত খাল খননের কারনে ব্রীজটি ধসে পড়েছে।
বাগেরহাটের রামপাল উপজেলায় ২০০৯ সালে এলজিআরডির তত্বাবধায়নে কাটা খালের উপর এই ব্রীজটি নির্মাণ করা হয়।
গেল ২৯ এপ্রিল হঠাৎ ব্রীজটি ধসে পড়ে। এতে চরম দূর্ভোগে পড়েছেন উপজেলার ১০ গ্রামের বাসিন্দা। কারন ওই ব্রিজ পার হয়ে ঝলমলিয়া দীঘি থেকে খাবার পানি যোগাড় করেন তারা।
নির্মান কাজে অনিয়ম আর অপরিকল্পিত খাল খননের কারনে ব্রীজটি ধসে পড়েছে বলে
মন্তব্য স্থানীয় জনপ্রতিনিধির।
এদিকে ব্রীজটি ধসে পড়ার কারন অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
ব্রীজটি সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী রামপালবাসীর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি