ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মইনুলের গ্রেফতার উদ্বেগ বাড়িয়েছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ২৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে সরকার জনমনে উদ্বেগ বাড়িয়েছে বলে মনে করছেন বিশিষ্ট আইনজীবী ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন। তবে মইনুল হোসেনের গ্রেফতার জতীয় ঐক্যফ্রন্টে কোনও প্রভাব ফেলবে না বলে জানান তিনি।

ড. কামাল বলেন, আমরা জনগণের অধিকারের জন্য ঐক্য গড়েছি। সেখানে মইনুল হোসেনের মতো অরাজনৈতিক ব্যক্তিরাও ভূমিকা রাখছেন। সবাই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করছি। কিন্তু একের পর এক মামলা এবং গ্রেফতারের ঘটনা নিঃসন্দেহে আতঙ্কের।

মইনুল হোসেনের জামিনের জন্য অবশ্যই আদালতে দাঁড়াবো উল্লেখ করে জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান আরও বলেন, মঙ্গলবার মামলার নথি দেখে আদালতে মুভ (শুনানি) করব।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি