ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

মঈন খানের বাসায় কূটনীতিকদের বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০১৮

কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। মঙ্গলবার রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসায় এ বৈঠক হয়। কূটনীতিকদের সম্মানে ডিনার পার্টির আয়োজন করা হলেও মূলত সেখানে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
ডিনারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ছাড়াও নরওয়ে, নেপাল, জাপান, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত, ডাকসুর সাবেক ভিপি সুলতান মুহাম্মদ মনসুর উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈঠকে আগামী নির্বাচন নিয়ে বিএনপি তাদের অবস্থান তুলে ধরে। নির্বাচনী পরিবেশ তৈরি হলে বিএনপি এতে অংশ নেবে। কিন্তু সরকার সেদিকে কোনো নজর দিচ্ছে না। এ সময় বৃহত্তর জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হয়। গণতন্ত্র পুনরুদ্ধারে ও ভোটের অধিকার রক্ষায় এ ঐক্য করা হয়েছে বলে জানানো হয়।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি