মক্কায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত : ১০:২৬, ৩০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৫:০৮, ৮ জানুয়ারি ২০১৮
সৌদি আরবের মক্কায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশি মা ও তাঁর দুই ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই পরিবরারের কর্তা কামরুল ইসলাম ওরফে নিলয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মক্কা থেকে মদিনা যাওয়ার সময় পাহাড়ি পথে এই দুর্ঘটনা ঘটে।
পরিবারটি ওমরা পালন করতে শনিবার ইতালি থেকে সৌদি আরব গিয়েছিল। ওমরা পালন শেষেই তাঁরা মদিনা যাচ্ছিল।
নিহতরা হলেন ইতালি প্রবাসী বাংলাদেশি কামরুল ইসলাম নিলয়ের স্ত্রী তানিয়া হোসেন (৩০) এবং তাদের দুই ছেলে ইউসা হোসাইন (৮) ও আযান হোসেন (৩)।
দুর্ঘটনায় আহত পরিবারের কর্তা কামরুল ইসলাম নিলয় এবং তার গাড়ির চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিলয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার মুন্সেপ পাড়ায়।নিহতদের লাশ মক্কার আল-হেরা ও আল-নূর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
/ এআর /
আরও পড়ুন