ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

মঙ্গলগ্রহ দেখা যাবে আজ রাতে

প্রকাশিত : ১৬:৪৫, ৩০ মে ২০১৬ | আপডেট: ১৬:৪৫, ৩০ মে ২০১৬

আজ সোমবার রাতের আকাশে খালি চোখে দেখা যাবে মঙ্গলগ্রহ। প্রায় ১১ বছর পর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসছে লাল গ্রহটি। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, এবার পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব হবে ৪ কোটি ৭২ লাখ মাইল। ৭৫ থেকে ১০০ গুণ বড় করার ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ দিয়ে গ্রহটিকে আরো স্পষ্ট দেখা যাবে। সবচেয়ে ভালো দেখার সময় রাত ১টা। আজ সোমবার থেকে কয়েক সপ্তাহ ধরে একই সরলরেখার উপরে থাকবে সূর্য, পৃথিবী আর মঙ্গল। জ্যোতির্বিজ্ঞান প্রেমীদের জন্য একে বিরল সুযোগ হিসেবে উল্লেখ করা হচ্ছে। কেননা আগামীতে মঙ্গল গ্রহকে এত বড় আর উজ্জ্বল দেখতে প্রায় ৩০০ বছর অপেক্ষা করতে হবে। ২২৮৭ সালে আবারও পৃথিবীর এতো কাছাকাছি আসবে মঙ্গল। এদিকে মহাজাগতিক এ ঘটনার সাক্ষী হতে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজনের কমতি নেই।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি