মঙ্গলাভিযানের জন্য নতুন রোভার ছাড়ছে নাসা
প্রকাশিত : ১৫:১৬, ২৩ সেপ্টেম্বর ২০১৮
নাসা ফের একটি রোভার ছাড়বে মঙ্গলগ্রহে। সেই রোভারের নামকরণের জন্য পড়ুয়াদের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজনও করেছে তারা। এই প্রতিযোগিতার সহযোগীর সন্ধানে চলছে এখন জোরকদমে। ২০১৯ শিক্ষাবর্ষের মধ্যেই ২০২০ সালের মঙ্গলাভিযানের জন্য প্রস্তুত রোভারটির নাম ঠিক করে দিতে হবে। ২০২০ সালের ওই অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলাভিযানে লাল গ্রহে জীবনের চিহ্ন খুঁজে বেড়াবে রোভারটি। যে কোনও ধরনের স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, কর্পোরেশন নাসার ওই প্রতিযোগিতাতে স্পনসরশিপের জন্য আবেদন জমা করতে পারবে।
গত শুক্রবার একটি বিবৃতি দিয়ে নাসা জানায়, আগামী ৯ অক্টোবরের মধ্যে সব প্রস্তাব বা আবেদন নাসার কাছে জমা পড়তে হবে।
‘১৯৯৭ সালে মঙ্গলে প্রথম রোভার পাঠানোর সময়টি থেকেই এই নামকরণের প্রতিযোগিতা আমরা চালিয়ে যাচ্ছি’, ওয়াশিংটনে নাসা সদর দফতরে দাঁড়িয়ে এ কথা বলেন সায়েন্স মিশন ডিরেক্টরেটের সহকারী প্রশাসক টমাস জুরবুচেন।
প্রসঙ্গত, ২০২০ সালের জুলাই বা অগস্ট মাসে ফ্লোরিডা থেকে নাসা ছাড়তে চলেছে ওই নতুন রোভারটি।
সূত্র: এনডিটিভি
একে//
আরও পড়ুন