ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

মঙ্গলে হয়েছে সুনামি

প্রকাশিত : ২০:৩৮, ২০ মে ২০১৬ | আপডেট: ২০:৩৮, ২০ মে ২০১৬

শুধু পৃথিবীতে নয়, সুনামি হয়েছে মঙ্গলে। সাড়ে ৩ বিলিয়ন বছর আগে দুটি উল্কাপিন্ডের আঘাতে কেঁপে উঠেছিলো পুরো মঙ্গলপৃষ্ঠ। সম্প্রতি মার্কিন গবেষণায় এসব তথ্য মিলেছে। তখন কি বিপর্যয় হয়েছিলো, তা জানা না গেলেও, মঙ্গলের উত্তর গোলার্ধে সমুদ্র সৈকতের আলামত পেয়েছেন গবেষকরা। ফলে প্রাণের অস্তিত্ব নিয়েও আবারও আশা জেগেছে তাদের মাঝে। কয়েক বিলিয়ন বছর আগের কথা। তখন মঙ্গল ঠিক কেমন ছিলো, তা গবেষণার বিষয় হলেও, এখন পর্যন্ত যা জানা গেছে, তা হলো, দু’টি উল্কা আঘাত হেনেছিলো গোলাপী পৃষ্ঠকে। বিজ্ঞানীরা বলছেন, পানিতে আঘাত করায় বিশাল বিশাল ঢেও সমুদ্র ছাড়িয়ে পৌঁছে যায় উপকূলেও। কবলমাত্র পানি ছিল বলেই এত বিশাল এলাকাজুড়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। আর এই সুনামির ক্ষত এখনো দৃশ্যমান মঙ্গল পৃষ্ঠে। মঙ্গলের উত্তর গোলার্ধ পর্যবেক্ষনে মিলেছে সমুদ্র তটের ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের প্ল্যানারি সাইন্স ইন্সটিটিউট ইন এরিজোনার গবেষকরা স্যাটেলাইট ডেটার তথ্য উপাত্ত আর ছবি ঘেঁটে বলছেন, ঐ সময় মঙ্গল ছিল উষ্ণ ও আদ্র। অথচ এখন পুরোই উল্টো। মজার ব্যাপার হলো, উল্কার আঘাতে ক্ষতস্থান পর্যবেক্ষনে দেখা গেছে, বিলিয়ন বছর আগের ঐ সমুদ্রের পানি ছিল লবণাক্ত। বিজ্ঞানীদের যুক্তি, যেহেতু লবন খুব ঠান্ডায়ও পানিকে জমে যাওয়ার হাত থেকে রক্ষা করে, তাই এমন স্থানে প্রানের অস্তিত্ব থাকা অস্বাভাবিক নয়। সীমাহীন এ মহাবিশ্বের আজানা রহস্য উন্মোচনে বিজ্ঞানীদের নিরন্তর ছুটে চলা। পৃথিবী ছাড়াও মহাবিশ্বে প্রানের অস্তিত্ব আছে, এমনটি কেবল ধারণাতেই সীমাবদ্ধ থাকলেও, অচিরেই হয়ত সত্যতা পাওয়া যাবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি