মঙ্গোলিয়াকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ
প্রকাশিত : ২০:২৬, ৩০ এপ্রিল ২০১৯
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গোলিয়াকে বিধ্বস্ত করে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গোলিয়দের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশী কিশোরীরা। আগামি (৩ মে) লাউসের বিপক্ষে ফাইনালে লড়বে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিপক্ষে ফাইনালে উঠার লড়াইয়ে মঙ্গোলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে বাংলাদেশ। কিন্তু কোন আক্রমণই কাজে লাগছিল না।
গোল শূণ্য থেকেই ম্যাচ শেষ হতে যাচ্ছিলো প্রথমার্ধ। কিন্তু ম্যাচে প্রথমার্ধে শেষে অতিরিক্ত আরও দুই মিনিট যোগ করা হয়। এরপরই সুযোগটি কাজে লাগায় বাংলাদেশ।
অবশেষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এসে বাংলাদেশের খেলায় প্রাণ ফিরিয়ে দেন মনিকা চাকমা। মাঝমাঠ থেকে মঙ্গোলিয়ান রক্ষণে প্রবেশের চেষ্টা ছিল, সুযোগ বুঝে ডান পাশ থেকে মনিকার দিকে ভলি করেন সাজেদা। প্রথমে সেই বল হেডে রিসিভ করেন মনিকা, পরে ডি-বাক্সের বাইরে থেকে চালান বাঁ-পায়ে সপাটে শট। রংধনুর মতো খানিকটা বেঁকে গিয়ে মঙ্গোলিয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জড়িয়ে যায় জালে!
ম্যাচের ৫৭ মিনিটে আরও একটি দূরপাল্লার শটে দ্বিতীয় গোলটি প্রায় পেয়েই যাচ্ছিল বাংলাদেশ। ৩০ গজ দূর থেকে নেয়া মারিয়া মান্ডার শট হাত ছুঁয়ে ফিরিয়ে দেন মঙ্গোলিয়ান গোলরক্ষক।
প্রথম গোল করেছেন, ৬৯ মিনিটে দ্বিতীয় গোলের উৎসও হয়েছেন মনিকা চাকমা। তার তড়িৎ এক রক্ষণচেরা পাসে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানান মার্জিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সাজেদার বদলি হয়ে মাঠে নেমে বাংলাদেশের খেলার গতি বাড়ান তহুরা খাতুন। দুরন্ত গতিতে একাধিকবার মঙ্গোলিয়ান রক্ষণে ঢুকে ভীতি ছড়িয়েছেন এ ফরোয়ার্ড। ফল, ৮৪ মিনিটে তুলে নিয়েছেন গোলও। ডি-বক্সের বাইরে থেকে তার নেয়া শট ড্রপ করে ঠাই নেয় জালে।
কেআই/