ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মঞ্চের পেছনে ছাত্রদলের দুগ্রুপের মারামারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অনেক দিন পর বিএনপি রাজধানীতে সমাবেশ করার অনুমতি পায়। আর এই সমাবেশকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা মঞ্চের পেছনে দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ রোববার বেলা সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা থেকে মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করে। এ সময় মঞ্চের সামনে জায়গা দখলকে কেন্দ্র করে এবং পূর্ব-বিরোধের জের ধরে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়েন।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা মঞ্চের পেছনে লাঠিসোটা নিয়ে একে অপরের দিকে ছুটে যায়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি