ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মটোরোলা নিয়ে এলো বাজেট স্মার্টফোন জি১০ পাওয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ২ জুন ২০২১ | আপডেট: ১৮:১৩, ৫ জুন ২০২১

দেশের বাজারে এখন ৬০০০ মিলিএম্পিয়ারের মনস্টার ব্যাটারি নিয়ে মটোরোলা মটো জি১০ পাওয়ার ৷ ২০ ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এক চার্জে এই ফোন তিন দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। পিছনে কোয়াড ক্যামেরা সেট আপ, প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, সাথে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

মটো জি১০ পাওয়ারে থাকছে ৬.৫ ইঞ্চি এইচ ডি প্লাস ডিসপ্লে। স্টক এন্ড্রয়েড ১১ বিল্ট ইন সময়ের সবচেয়ে আধুনিক অপারেটিং সিস্টেম। এছাড়া গুগল অ্যাসিস্টেন্ট "কি", ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ৪ জিবি র‌্যাম ৬৪ জিবি রম স্টোরেজ। অরোরা গ্রে, ব্রিজ ব্লু এই দুটি আকর্ষণীয় কালারে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। 

মটো জি১০ পাওয়ারের বিক্রয়মূল্য ১৫,৫৯৯ টাকা। তবে অনলাইনেwww.salextra.com.bd এবং www.daraz.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অর্ডার করলে পেয়ে যাবেন মাত্র ১৪,৫৯৯ টাকায়৷ হটলাইনঃ ০১৮১০০০৮৮১০। বিস্তারিত জানতে ভিজিট করুন মটোরোলা বাংলাদেশের ফেসবুক পেজ https://www.facebook.com/HelloMotoBangladesh এবং মটোরোলার ইন্সটাগ্রাম পেজ https://www.instagram.com/motorolabangladesh/ এছাড়া কল করতে পারেন: +৮৮০১৮১০-০৩৪০০০ এই নম্বরে। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি