ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মডেল কন্যাকে বাসায় ডেকে স্যুটকেসে ভরে বিক্রি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ফ্রেমবন্দি হতে ফটোগ্রাফারের কাছে গিয়েছিলেন এক তরুণী স্বপ্ন ছিল মডেল হওয়ার। কিন্তু কৌশলে তাকে স্যুটকেসবন্দি করে পর্নোগ্রাফি সাইটে চড়া দামে বেঁচে দেওয়ার চেষ্টা করেন লুকাস পাওয়েল হারবা নামে ওই ফটোগ্রাফার

কিন্তু লুকাসের এই পরিকল্পনা ভেস্তে যায়। পুলিশ গিয়ে তরুণীটিকে উদ্ধার করে, গ্রেফতার হন লুকাস। সম্প্রতি ইতালির মিলান শহরে এ ঘটনা ঘটে।

ফটোশুট হবে জানিয়ে লুকাস মিলান শহরে নিজেরর অ্যাপার্টমেন্টে আসতে বলেন। ১১ জুলাই ওই তরুণী লুকাসের ঘরে ঢোকা মাত্রই দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর দু’জন যুবক তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মাদক নিতে বাধ্য করে। এরপর মুখ, হাত-পা বেঁধে একটি বড় স্যুটকেসে ঢুকিয়ে গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় তুরিনের প্রত্যন্ত অঞ্চলের একটি বাড়িতে।

এদিকে দীর্ঘদিন ওই তরুণীর কোনো খোঁজ না পেয়ে পুলিশের কাছে অভিযোগ করে পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন ট্র্যাক করে মডেলের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। সূত্র মিরর।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি